শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

আসলে আপনার সপ্ন কি? জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে

আসলে আপনার সপ্ন কি? 

জেনে নিন ৪ টি পদ্ধতির মাধ্যমে   

আপনি কি অন্যের কথা মত চলতে চলতে, ভুলে গেছেন আপনি কি চান। অন্যের স্বপ্ন পূরণ করতে করতে, ভুলতে বসেছেন নিজের স্বপ্ন কি ছিল। আপনি যে কাজ করেন সেই কাজে যদি আপনার মন না থাকে, তাহলে সফলতা আসবে কি করে। মন থেকে করা কাজ সব সময়ই সফল হয়। আর ওই কাজ করেই যদি জীবিকা নির্বাহ করা যায়, তবে তো কথাই নেই। নিজের পছন্দের কাজ করতে সকলেই খুশি হয়। কিন্তু ওই পছন্দটা সনাক্ত করা কঠিন। ৪ টা পদক্ষেপের সাহায্যে আপনি ওই প্রক্রিয়াকে সহজ করে তুলতে পারেন।

১। নিত্য দিনের ঝুঁট ঝামেলা নিয়ে মাথা ঘামাবেন না। ছোট ছোট ওই ভাবনা গুলোই হয়তো আপনার সত্যিকারের মেধাটাকে দমিয়ে রেখেছে। আপনি আপনার মনের কথা শুনুন। নিজেকে প্রশ্ন করুন আপনি কি করতে চান জীবনে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে কি কি করা লাগবে সেই ভাবনা স্থির করুন। আর সেই লক্ষ্যেই কাজ করুন।

2. নির্দিষ্ট পছন্দ খুজে বের করুন। যেমন ধরুন আপনি সমাজকর্ম করতে ভালবাসেন, আপনি কিন্তু কখনো কর্পোরেট চাকুরীতে খুশি থাকতে পারবেন না। আবার যারা সৃজনশীল কাজে আগ্রহী তাদের কাছে ব্যাংকের চাকুরী, জেলখানা ছাড়া আর কিছুই না। তাই আপনি আসলেই কোন কাজ করতে আগ্রহী এটা আগে খুঁজে বের করুন।

3. আপনি কোন কাজ করতে পছন্দ করেন না এটাও খুঁজে বের করুন। নিজের কাছে নিজে সৎ থাকুন। আপনার মন সায় দেয়না এমন কাজ করবেন না। যে কাজ আপনার পছন্দ নয় সেই কাজ এড়িয়ে যান। নিজস্ব একটি ব্যক্তিত্ব গরে তোলার চেষ্টা করুন। এতে আপনার সফলতা নিশ্চিত।

4. আপনার লক্ষ্য সব সময় স্থির রাখুন। কাউকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দেওয়া যাবে না। অনেকেই আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে। অনেকে আপনাকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করবে। তবুও হার মানবেন না। শুরুতে হয়তো অনেক হোঁচট খাবেন তবুও উঠে দাড়িয়ে আবারো চলতে শুরু করবেন। সব সময় নিজের শুনুন। আপনার মন কি বলে সেটাই আসল। লোকে কি বলল তার কোন গুরুত্ব নেই। আপনি যদি আপনার স্বপ্নের প্রতি সত্য থাকেন তবে কেউ আপনাকে হার মানাতে পারবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন