সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

চুল পড়া রোধে তিন ধরনের হট অয়েল ম্যাসেজ ট্রিটমেন্ট

চুল পড়া রোধে তিন ধরনের হট অয়েল ম্যাসেজ ট্রিটমেন্ট :


জলপাই, নারিকেল তেল, কেনোলা তেল (বীজ জাতীয় উপাদান দিয়ে তৈরি) হালকা গরম করে নিন। এরপর তেলের সঙ্গে হালকা পানি মিশিয়ে তালুতে ধীরে ধীরে মেসেজ করুন।

তেল ও ক্যাস্টর অয়েল একসঙ্গে হালকা গরম করে নিন। ঠান্ডা হয়ে গেলে তাতে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে মিশিয়ে চুলে লাগান। ধীরে ধীরে মেসেজ করুন।

জলপাই তেল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে হালকা গরম করে এরমধ্যে দুটি ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে তা চুলে দিন। ধীরে ধীরে মেসেজ করুন।

উপরের যে কোনো একটি বেছে নিয়ে মাথায় ম্যাসেজ করে ২ থেকে ৩ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন। ইচ্ছে হলে হট টাওয়েল ট্রিটমেন্ট ও করতে পারেন। এতে চুল ঝরঝরে হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন